কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর কর্মসূচি বাস্তবায়ন কৌশল ও স্থায়িত্ব দাতা সংস্থা গুলিকে সব সময় আকৃষ্ট করেছে। সে কারণে দেশী বিদেশী দাতা সংস্থা কেকেএস এর সাথে উন্নয়নমুলক কাজ করতে আগ্রহ্ ী। সেই ধারাবাহিকতায় দাতা সংস্থা বিসিএসএস ও বাংলা হেল্প গতকাল কেকেএস এর বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন এবং চারটি প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন। প্রকল্পগুলি হলো রাজবাড়ী বিনোদপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা, দৌলতদিয়া যৌনপল্লীর পাশে সেফহোম প্রতিষ্ঠা, কেকেএস সেফহোমে আরো অধিক সংখ্যক মেয়ে শিশুদের লালন পালনের ব্যবস্থা করা, নারীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য কেকেএস টিভিইটি চালুকরা। দিনব্যাপি আলোচনা ও কর্মসূচির সম্ভব্য স্থান পরিদর্শনে কেকেএস এর পক্ষে টিম নেতৃত্ব দেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। এ সময় তার সাথে ছিলেন শাহাদৎ হোসেন, কেকেএসএর বিভিন্ন কর্মসূচি ও সেফহোমের এপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করেন অনিন্দ কুন্ডু। দাতা সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বিসিএসএস এর পরিচালক সোহাগ বৈদ্য, প্রকল্প সমন্বয়কারী মাইকেল মন্ডল, সহকারী প্রকল্প সমন্বয়কারী রনি সরকার, বিএএনসির প্রিন্সিপাল সান্দ্রা রুমি মধু। বিদেশী প্রতিনিধি ড. গ্যারেডো টলেডো, ড. আন্দ্রিয়া লারা ও ক্যারিন্যা ফাওডর।