রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা কৃষকলীগের সভাপতি আ. মমিন শেখ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আ. ওয়াদুদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি, জেলা কৃষকলীগ এর যুগ্ন আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন স্থরের নেত্রীবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ আজকের সম্মেলনের মধ্য দিয়ে আরও শক্তিশালী ও গতিশীল হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে এ কমিটি। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনার মতো কিঞ্চিৎ বুদ্ধি বিএনপি’র নেই। বাংলাদেশের জনগণ আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলে ভোট দিবেনা। বিএনপি নানান রকম মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। তাতে কোন কাজ হবেনা। তিনি আরোও বলেন, বিগত দিনে আওয়ামীলীগ ব্যতীত কোন সরকারের কাছে কৃষকরা নিরাপদ ছিলোনা, এবার শুধু গোয়ালন্দে ১৫ হাজারের বেশী কৃষি প্রণোদনা দেয়া হয়েছে, তার পাশাপাশি রাজবাড়ী সকল উপজেলায় পর্যাপ্ত কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। বিএনপি সরকার নাকি ১০ ডিসেম্বর একদফা আন্দোলন দিবে, তারা কি জানে এ আন্দোলন তারা ডাক দিবে তারাই করবে, বাংলার জনগণ আর মিথ্যাচার বিশ্বাস করবেনা।