রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ১ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপুর্ব সাহা দ্বিজেন, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম জুনা প্রমুখ।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল জানান, উপজেলা প্রশাসনের ত্রান মন্ত্রালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের প্রত্যেককে ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ১ বান্ডেল করে টিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
গত ২ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আমুদ আলী প্রামাণিক ও আবুল প্রামাণিকের ঘরে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ২টি পরিবারের নগদ টাকা, মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।