স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুক্রবার শুরু হয়েছে।
রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে আয়োজিত মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ৮০টি স্টল স্থাপন করা হয়েছে।
সকালে মেলার উদ্বোধনী উপলক্ষে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, পৌর মেয়র আলমগীর শেখ প্রমুখ।
বক্তারা ডিজিটাল বাংলাদেশের ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
আজ শনিবার মেলা শেষ হওয়ার কথা রয়েছে।