রাজবাড়ীতে রেলওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ফুলতলা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, রাজবাড়ীতে রেলের ১৫০ একর জমি অবৈধ দখলে রয়েছে। সেই জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে।
উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, রাজবাড়ীতে রেলের জমি রয়েছে ৪০০ একর। এর মধ্যে ১৫০ একর জমি অবৈধভাবে দখল করে আছে মানুষ। সেই জমি উদ্ধারে আজ থেকে অভিযান শুরু হলো। এছাড়া রেলওয়ের অনেক কোয়ার্টারও অবৈধ দখলে আছে। সেগুলো আমরা উদ্ধার করবো।