রাজবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজিয়া সুলতানার সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিম্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী প্রমুখ।
২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী জেলার ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি চিনাবাদমা, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ এবং সার বিতরণ করা হবে। বুধবার উদ্বোধনী দিনে দুই হাজার একশ জন কৃষক পেয়েছেন এসব প্রণোদনা।