‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন চত্ত্বরে সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ী পৌর এলাকায় সব জলাশয় ভরাট হয়ে গেছে। ফলে কোথাও আগুন লাগলে রির্জাভ পানির উপর নির্ভর করতে হয়। আবার শহরে চলাচলের রাস্তাগুলোও অনেক সরু। গাড়ী চলাচলে সমস্যা হয়। সব কিছু মিলিয়ে আমাদের সাবধানে থাকতে হবে।