গোয়ালন্দ প্রতিনিধি ॥ গোয়ালন্দে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক,ধর্মীয় সংগঠন নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন। দিবসটি উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। অন্যান্যদের মধ্যে উপস্থিত, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ।
গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, রাজবাড়ী পিটিআই’র সাবেক ইনস্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলীও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেছেন। বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী উপস্থিতিতে শিক্ষকমন্ডলী বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা করেন। এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দোয়ার মাহফিল শেষে “মুজিব” কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।