মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

গোয়ালন্দে ৫ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় বুধবার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় কাটাখালী বাজারের শহর আলী স্টোরকে এক হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় বঙ্গশপ ফাস্টফুড কে এক হাজার টাকা, (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় অন্তার মোড়ের ওয়াজেদ স্টোরকে এক হাজার টাকা, এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় মুয়িন মোল্লা মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com