বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা চত্ত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব মেলার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. এনায়েত হোসন, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা রাণী হালদার, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসিম আকতার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ৩২ স্টল অংশ নেয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই মেলা।
৪টি ক্যাটাগরীতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, সরকারি প্রতিষ্ঠান, ইউডিসি, পোষ্ট অফিস, ব্যাংক ও ই-কমার্স এবং শিক্ষা প্রতিষ্ঠান, যুব, সমাজসেবা, সমবায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ মোট ২৭ টি প্রতিষ্ঠান ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে।
এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ টি প্রতিষ্ঠানকে পুরুষ্কৃত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। উপজেলার মানুষ উৎসব মুখর পরিবেশে এই মেলা উপভোগ করেন। উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিগন উপস্থিত ছিলেন।