“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিজিটাল উদ্ভোবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা ও ষ্টল প্রর্দশনী। উপজেলা চত্বরে মেলা স্টল স্থাপন করে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, নির্বচন অফিস, কৃষি অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, এলজিইডি, জনস্বাস্থ্য বিভাগ, হিসাব বিভাগ, ব্যাংক, পল্লী সঞ্চয়ী ব্যাংক, বালিয়াকান্দি সরকারী কলেজ, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, যুব উন্নয়ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, হ্যালো রাজবাড়ী সহ ৪৫টি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরীতে ৯ প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম প্রমুখ।