কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আজ শাহ মো. সজীব রোববার বোয়ালিয়ার হামরাট জোতিষ্যান্দ সেবা আশ্রম পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ॥
Update Time :
রবিবার, ৬ নভেম্বর, ২০২২
১৩৫
Time View
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আজ শাহ মো. সজীব রোববার বোয়ালিয়ার হামরাট জোতিষ্যান্দ সেবা আশ্রম পরিদর্শন করেন। তিনি আশ্রমের ইতিহাস সম্পর্কে শোনেন এবং আসন্ন সাধুসঙ্গ অনুষ্ঠান (৫ ও ৬ ডিসেম্বর, ২২) বিষয়ে খোঁজ নেন। এসময় সেবায়িতসহ ভক্তকূল উপস্থিত ছিলেন।