দাবীকৃত অর্থ না পেয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে গৃহবধূ শিল্পী ঘোষ(৩৫)কে হত্যার পর গোয়াল ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী শুকচাঁদ ঘোষের বিরুদ্ধে। শুকচাঁদ বাউনী গ্রামের সুধীর ঘোষের ছেলে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে।
শিল্পীর কাকাতো ভাই জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের সজল সরকার জানান, শিল্পীর বাবা ও আপন ভাই না থাকায় ১২ বছর পূর্বে বাউনী গ্রামের সুধীর ঘোষের ছেলে শুকচাঁদের সাথে বিয়ে দেওয়া হয়। তাদের ঘরে আনুষকা নামের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর হতে বিভিন্ন সময়ে ওর মায়ের কাছে টাকার দাবী করতো শুকচাঁদ। দাবীকৃত টাকা না পেয়ে পরিকল্পিত হত্যা করে তাদের গোয়াল ঘরে ঝুলিয়ে রেখেছে। এব্যাপারে শিল্পীর মা দিপালী সরকার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
থানার এস আই খোন্দকার আসাদুজ্জামান রিপন জানান, খবর পেয়ে সকালে শিল্পীর লাশ উদ্ধার মর্গে প্রেরন করা হয়েছে। পরে শিল্পীর মা দীপালির অভিযোগের প্রেক্ষিতে শুকচাঁদকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে দোষী প্রমানিত হওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।