রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেছেন, পদ্মা সেতু সমবায় সদস্যদের জন্য আশীর্বাদ। এখান থেকে সবাই মিলে একসাথে ফসল ফলিয়ে সেই ফসল ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ঢাকা কাওরান বাজারে নিয়ে গেলে ফসল বিক্রি হয়ে যাবে।
সমবায় দিবসের আলোচনায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
জেলা প্রশাসক আবু কায়সার খান তার বক্তৃতায় বলেন, আমরা এক ইঞ্চি জমিও খালি রাখবো না। যার যতটুকু জমি আছে ততটুকুই চাষ করেন। পদ্মা সেতু সমবায় সদস্যদের জন্য আশীর্বাদ। এখান থেকে সবাই মিলে একসাথে ফসল ফলিয়ে সেই ফসল ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ঢাকা কাওরান বাজারে নিয়ে গেলে ফসল বিক্রি হয়ে যাবে। এখানে কোন রকম মধ্যসত্ত্বভোগী থাকবে না। আপনারা নিজেরাই লাভবান হতে হবে। তবে এটা সমবায়ের মাধ্যমে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, সমবায় কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে সকলে মিলে একসাথে কাজ করে সকলের উন্নয়ন সাধন করা। তিনি বলেন “দশে মিলে করি কাজ হারি-জিতি নাহি লাজ”। অর্থাৎ সকলে মিলে একটি কাজ কে উন্নয়নের ধারায় নিয়ে যাওয়াটাই সমবায়। আলোচনার আগে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।