‘শোষণের রেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’-স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সংসদের আয়োজনে ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে উদীচীর কার্যালয়ে জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে শহরে একটি শোভাযাত্রা বের হয়। পরে সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সিপিবি রাজবাড়ী জেলার সভাপতি আব্দুস সামাদ মিঞা, উদীচীর উপদেষ্ঠা এ এস এম দাউদ খান, সহ সভাপতি ছলেমান আলী মোল্যা দুলু, থানার এস আই মাসুদ তালুকদার, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সি আমির আলী, সততা সমাজ কল্যান সংঘের সভাপতি শান্তিরাম বিশ্বাস, উদীচীর সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ মজুমদার, শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য্য প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উদীচীর শিল্পী বৃন্দ।