রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ব্যাক্তির নাম মো. মজনু শেখ (৪৫)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বর পাড়ার আকবর শেখের ছেলে। এঘটনায় মজনু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার সকালে মজনু শেখের বাড়ির পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিবেশী তারা দেওয়ানের তিন ছেলের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল মজনু শেখের।
বিরোধপূর্ণ জমিতে বৃহস্পতিবার সকালে মজনু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ পেঁয়াজ লাগাতে যায়। এ সময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা মিলে সাবল, কুদাল ও কুড়াল নিয়ে দুই ভাইয়ের উপর হামলা করে।
হামলার সময় মজনু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। হামলায় মজনু ও নজরুল গুরুতর আহত। উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বৃহস্পতিবার দিবাগত রাতে মজনু মারা যায়। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।