রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ৫-১১ বছর বয়সী শিশুদের স্কুলকেন্দ্রীক চলমান করোনার টীকা প্রদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর সংলগ্ন চত্বরে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সংলাপে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক শিউলী দাস(মহিলা ও সমন্বয়)। আরো উপস্থিত ছিলেন ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা গিয়াস, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক কামরুন্নাহার ও রেজাউল করিম, সহকারী শিক্ষক, গোয়ালন্দ হ্যাভেন স্কুল, রাজবাড়ী।