‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে শনিবার রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে রাজবাড়ী পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, জেলা কমিউিনিটি পুলিশিংয়ের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অনুষ্ঠানে অলোকপাত করা হয়।
পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে বাংলাদেশ পুলিশ। শোভাযাত্রাটি শুরুর আগে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানিটি সঞ্চালনা করেন মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী।