রাজবাড়ীর গোয়ালন্দ বাহাদুরপুর ইমামবেল চিশতিয়া দরবার শরীফের বাৎসরিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোয়ালন্দ উজানচর বাহাদুরপুর শেখ বাড়ীতে ১২তম সাধুর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সাধুর এ মিলনমেলায় হাজার হাজার মানুষ সেবা গ্রহণ করেন অর্থাৎ নৈশভোজ করেন। নৈশভোজ শেষে সাধক মরমীগুরু লালন শাহ্ জীবনীর উপর তত্ত্ব বিষয়ক আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত চলে দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত বাউলদের লালন সঙ্গীত। দেশের নামকরা শিল্পী মানিকগঞ্জের রাশেদা সরকার ও পাংশার বাঁশি বাউল বিচারগান পরিবেশন করেন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোয়ালন্দ পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর প্যানেল মেয়র ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
ইমামবেল চিশতিয়া দরবার শরীফের গদিনীশিন সাধক গুরু রাসেল আহমেদ শাহ্ বলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ডাঃ আজগর শাহ্ সাইজির আশির্বাদে প্রতিবছর ২৭ অক্টোবর এ সাধুর মিলনমেলা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিমাসের বৃহস্পতিবার স্বল্প আকারে সাধুদের উপস্থিতিতে দরবার শরীফে লালন শাহ্য়ের উপর তত্ত্ব নিয়ে আলোচনা ও লালন সঙ্গীত অনুষ্ঠিত হয়।