রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। আরও বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শাহনেওয়াজ, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সহসভাপতি জাকির হোসেন, মেসার্স সাগর ট্রেডার্সের সত্ত্বাধিকারী হাজি দেলোয়ার হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছমির উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমরা সবাই ভোক্তা। কেউ কাগজ বিক্রি করি, কেউ কলম বিক্রি করি, কেউ চিনি বিক্রি করি, কেউ মিষ্টি বিক্রি করি। এখন চিনি বিক্রেতা যদি দাম বাড়ায়, মিষ্টিওয়ালাও দাম বাড়াবে। একজন রিকশা শ্রমিকও ভাড়া বাড়াবে। এতে করে সবকিছুর দাম বাড়বে। কিন্তু জীবনমানের কোনো পরিবর্তন হবে না। এজন্য আমাদের নৈতিকতা থাকতে হবে। দেশপ্রেমিক হতে হবে। সৎ হতে হবে। তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর দেশ গড়া সম্ভব হবে।