প্রেম-প্রকৃতি
পারভীন হক
আমি বারবার জেগে উঠি
অগ্নিস্ফুলিঙ্গের মতো।
কখনো ঢল হয়ে নামি
প্লাবনের উল্লাসে।
কাশবনের ফাঁকে
উত্তর-পূর্ব ঈশান কোণে,
নদীর বাঁকে আমার ঘর।
নদীর জলে ভিজে গায়ে কাদা মেখে
কেটেছে আমার শৈশব।
একদিন নিভে যাওয়া প্রদীপ
জ্বলবে প্রেমের শিখাতে।
ভালোবেসে ঢেউয়ে ভাসবো দুজনে
তোমার অন্ত নীল সাগরে।
আমাকে ভিজিয়ে দিলে ভোরের শিশির জলে,
রাত কতটা গভীর হলে
তুমি তারা হয়ে জ্বলে উঠবে আকাশের বুকে।
পূর্ণিমার চাঁদের মতো অনাবিল
ভালোবাসা ছড়াবো
জলভরা মেঘ কেটে কেটে।
যদি ঈর্ষার আগুনে অসুর জ্বলে ওঠে
দাউ দাউ করে,
ধ্বংসের উন্মত্ততায় মেতে উঠে লঙ্কাকাণ্ডে।
মেঘের বর্ষনে অগ্নি নির্বাপিত হবে অমিয় ধারায়,
শোভিত কাননে ফুটিবে পুষ্প হাসিবে স্নিগ্ধতায়।