রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে বালু উত্তোলন করায় দুটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, শনিবার জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে ২টি মামলায় মোট তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যগণ।