সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরিঘাট স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ সহজতর করার লক্ষ্যে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জে ফেরি ঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে নির্মিত হবে এ ফেরিঘাট। এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজবাড়ী ও পাবনার সংসদ সদস্য, বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক (বন্দর) আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মার্জিয়া সুলতানা, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে তারা জৌকুড়া ঘাট এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটটি বর্তমানে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ রুটে দুটি ছোট ফেরির সাহায্যে যান ও যাত্রী পারাপার করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com