“দুর্যোগে আগাম সতর্ক বার্তা-সবার জন্য কার্য্যব্যাবস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালী এবং আলোচনাসভার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে পাংশা ফায়ার ষ্টেশন প্রধান রয়েল আহম্মেদ এর নেতৃত্বে ফায়ার কর্মীরা জর্জ স্কুল মাঠে অগ্নিনির্বাপনে করনীয় বিষয়গুলো হাতে কলমে করে দেখান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান অগ্নি নির্বাপন কর্মকান্ডে অংশগ্রন করেন।
পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী। উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান পাংশা প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবির, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার প্রমূখ, উপ সহকারি প্রকৌশলী হেকমত আলী, উপজেলা জনসাস্থ্য সহকারি প্রকৌশলী নাসির উদ্দিন মোল্লা। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাগন সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।