শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর প্রতিবন্ধী স্কুল প্রত্যয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ২শ জন শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এই কর্মসূচি বাস্তবায়ন করে। খাদ্য সমগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান শেখ। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতী রানি সরকার, প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক শ্যামলী নিয়োগীসহ সকল সহকারি শিক্ষকগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল আলীম বিশ্বাস , সহকারি শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ী।
জেলা প্রশাসক শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুদের ঠিকমত পরিচর্যা করতে হবে। ঠিকমত পরিচর্যা পেলে এই শিশুরাও আমাদের দেশের সম্পদে পরিনত হতে পারে। এই গুরু দায়িত্ব অনেকটাই শিক্ষকদের উপর থাকে। শিক্ষকরা প্রতিটি শিশুকে যদি নিজের সন্তানের মতো করে ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারে তাহলে এই শিশুই হবে আগামীর সম্ভাবনা। বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সকল শিশুর মধ্যে কে প্রতিবন্ধী ভাতা পায় না তা জিজ্ঞাসা করেন।
এতে দেখা যায় দুই জন শিশু প্রতিবন্ধী ভাতা পায় না। তিনি ঐ শিশু দুইটির নাম ঠিকানা নেন এবং যাতে ভাতা কার্ড করে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন বলে মত প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমি আগেও সুবিধাবঞ্চিতদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। চেষ্টা করবো কিছু করার জন্য যাতে আমার এই সন্তানেরা বেড়ে ওঠে সুন্দর ভাবে।
তিনি আরো উল্লেখ করেন যে, শিশু অধিকার প্রতিষ্ঠায় আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
অনুষ্ঠান শেষে, সকল শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।