নিজস্ব প্রতিবেদক ॥ রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ ও গবেষক ড. ফকীর আব্দুর রশীদের সদ্য প্রকাশিত আজন্ম স্বপ্নসাধ এবং সাহিত্য ও সংস্কৃতি নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলার সাংস্কৃতিক সংগঠন ‘পঞ্চভাষ্কর’ এর উদ্যোগে বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফিরোজা সুলতানা রশীদের সভাপতিত্বে উন্মোচিত দুটি বইয়ের উপর আলোচনায় অংশ নেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি সালাম তাসির, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, জয় বাংলা সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, কবি খোকন মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ।
মোড়ক উন্মোচন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আব্দুল জব্বার, সোমা কর্মকার, অতিা চক্রবর্তী ও ইকবাল হোসেন। এর আগে লেখকের হাতে ক্রেস্ট তুলে দেন রশীদ আল হেলাল। উত্তরীয় পরিয়ে দেন চিত্রশিল্পী গোলাম আলী। ফকীর আব্দুর রশীদ তাসাউফ সূফী দর্শনের উপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। তার লেখা সূফী দর্শন বইটি ব্যাপক সমাদৃত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ, ভারত ও মিশরে বইটি বিভিন্ন বিশ^বিদ্যালয়ের পাঠ্যবই হিসাবে পড়ানো হচ্ছে। এ বইটি আরবী ভাষায়ও অনুবাদ করা হয়েছে।