রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে সোম ও মঙ্গলবার দুইদিন অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা এ জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, পণ্যের মোড়ক ব্যবহারে সংশ্লিষ্ট বিধিমালা না মানায় মহিষবাথান বাজারের জব্বার কেক হাউজকে দুই হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় আলাদীপুর বাজারের মাহাথির কেক হাউজকে তিন হাজার টাকা এবং একই অপরাধে রামকান্তপুরের ভাই ভাই এন্ড ফুড বেকারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার শহরের পালপট্টিতে দুই বোন ফল ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধ পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে এবং কলেজ রোডের বিশ্বাস স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমাা করা হয়।