বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ শহিদুন্নবী আলম (৮২) মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শহিদুন্নবী আলম ভারতের দেরাদুন থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মুখ সমরে যুদ্ধ করেছেন তিনি। রাজবাড়ী জেলার দৌড়বিদ ও সাঁতারু হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে তার।
বুধবার সকাল ১০টায় রাজবাড়ী স্টেডিয়ামে তার জানাজার নামাজের পর ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে জুয়েল আহমেদ।