শফিকুল ইসলাম শামীম ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে “মোসলেম ট্রেড সেন্টার” নামে একটি অত্যাধনিক সুপার মার্কেট উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় হল রুমে ফিতা কেঁটে শুভ উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুর মহিত হিরার উপস্থাপনা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ। বক্তব্যে গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, গোয়ালন্দ বাজার উন্নয়ন করার জন্যে আরও মার্কেট করা প্রয়োজন। যেন গোয়ালন্দ মানুষ রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা মার্কেট করতে না যায়। গোয়ালন্দ উপজেলায় মার্কেট করার জন্য যত প্রকার সার্বিক সহযোগিতা করতো।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা মুন্সি বলেন, গোয়ালন্দ বাজার উন্নয়ন করার জন্যে সকল ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। আরও বেশি বেশি মার্কেট করতে হবে। তাহলে এলাকার সবাই রাজবাড়ী-ঢাকা না গিয়ে গোয়ালন্দ মুখি হবে। তিনি গোয়ালন্দ মেয়রের উদ্দ্যেশে আরও বলেন, গোয়ালন্দ বাজার উন্নয়ন করার জন্য রাস্তা, ড্রেনেন ভাল করতে হবে।