রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার পুলিশ লাইন্সে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আরআই, পুলিশ লাইন্স, রাজবাড়ীসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক এবং পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় এ কর্মসূচী পালন করা হয়।