সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নাগরিক কমিটি রাজবাড়ী’র আত্মপ্রকাশ উপলক্ষে শনিবার সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী আজাদী ময়দানে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি জ্যোতিশংকর ঝন্টু।
লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নত প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক সমাজ নির্মাাণের লক্ষ্যে নাগরিক কমটি গঠন করা হয়েছে। সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার থাকবে।
এসময় অন্যদের মাঝে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মহিতুজ্জামান বেলাল প্রমুখ।
ঘোষিত কমিটিতে রয়েছেন সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সহ সভাপতি আব্দুস সামাদ ও মুনীরুল হক, সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, সহ সাধারণ সম্পাদক লিয়াকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেমস হালদার, প্রচার সম্পাদক সৌমিত্র শীল চন্দন, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এজাজ আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মহিতুজ্জামান বেলাল। কার্যনিবাহী সদস্যরা হলেন আরবান আলী, সুশান্ত কুমার রায়, অরুণ সরকার, গোলাম কাদের, অ্যড. মাহবুব রহমান এবং স্বপন কুমার দাস।
জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।