রাজবাড়ীর ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।রাজবাড়ীর ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউপি ডাঙ্গাহাতিমোহন এলাকার পল্লী বিদুৎ আঞ্চলিক অফিসের সামনে থেকে ৭০ পিচ ইয়াবাসহ মো. রাব্বুল খাঁন(১৯), পিতা-সোলেমান খাঁন, সাং-নলিয়া জামালপুর, এবং মো. খাইরুল বিশ্বাস(৩০), পিতা-মোঃ রফিক বিশ্বাস, সাং-সাবনী পাড়া, উভয় ইউপি-জামালপুর, থানা-বালিয়াকান্দিদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই দিন বিকেলে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা-রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন দৌলতদিয়া থেকে মো. ইবাদত শেখ (২২), পিতা-মোঃ কুববাত শেখ, সাং-২নং বেপারী পাড়া ও মোঃ হাফিজুল কাজী (২৩), পিতা-মোঃ কালাম কাজী, সাং-ফেলু মোল্লার পাড়া, উভয় ইউপি-দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদ্বয়ের দখল হইতে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।