রাজবাড়ী জেলা পদ্মা নদী পারে অবস্থিত ঐতিহ্যবাহী গোয়ালন্দ উপজেলায় একাধিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতায় উপজেলা পর্যায়ে “গ্রামীণ উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালায় “অনলাইনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৮৪ সালে পূর্বে মহকুমা গোয়ালন্দ দেশ ও দেশের বাইরে অতিপরিচিত। এই ব্যান্ড কাজে লাগিয়ে গোয়ালন্দ উপজেলায় একাধিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে হবে। পর্যটন কেন্দ্র গড়ে তুলার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংবাদকর্মীদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, পর্যটন কেন্দ্র গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান করতে হবে। উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে আলোচনা-পর্যালোচনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং সম্বব্য জায়গাগুলো নির্ধারন করে কাজ করতে হবে। পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকা উন্নয়ন হয়, এলাকাবাসীর উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও সাংবাদিকগন।
সভাপতির বক্তব্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন সার্বিক বিষয়ক উপস্থপনা করে বলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নামে পরিচিত নতুন ব্রীজ এলাকায় ইতিমধ্যে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এই পর্যটন কেন্দ্র করে ছোট ছোট কাজও শুরু করা হয়েছে। সহজে যেন এই এলঅকায় পর্যটকরা আসা-যাওয়া করতে পারে সেব্যাপারে সকলের সাথে আলোচনা করে উন্নয়ন করা হবে।