রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসলী জমি ও গবাদি পশুর চারন ভূমি তলিয়ে খাবার সংকট দেখা দিয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিম্নাঞ্চল ও চরাঞ্চল সহ বেশির ভাগ এলাকা এখন পানিতে প্লাবিত।
জন বসতি ও সবজি ও ফসলী জমিতে পানিতে তলিয়ে যাওয়ায় একদিকে এসব অঞ্চলের জনসাধারণ পড়েছেন বিপাকে। অন্য দিকে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত চাষীরা জানান, তারা পদ্মার বেড়ি বাঁধের বাইরে বসবাস করেন। যে কারনে তাদের প্রতিবছরই বন্যার পানিতে কষ্ট করতে হয়।এবছর তারা চরের বিভিন্ন ক্ষেতে রোপা আমন ধান সহ নানা ধরনের সবজী ও ফসল আবাদ করেছেন। পানি বাড়ার কারনে এসব ফসল এখন পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের বেশি পানিতে অনেক সবজী ও ফসল তলিয়ে থাকায় পানিতে নষ্ট হচ্ছে। এতে তারা মারাত্বক ক্ষতির মধ্যে পরেছেন কৃষকেরা।