অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনসহ নানা অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বেকারী ও দুই মিষ্টি ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান জানান, পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় উপজেলার বহরপুর বাজারের মুনমুন বেকারীকে পাঁচ হাজার টাকা, মিষ্টির প্যাকেটে ওজনে কারচুপি করায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় দাস মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।