রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে মহাসড়কের উপর চেক পোষ্ট বসিয়ে মো. আসাদুল সরদার (২৮) ও মো. সোহাগ ফয়সাল (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশের একটি দল। আটককৃতরা হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকির পাড়া গ্রামের নায়েব আলী সরদারের ছেলে মো. আসাদুল সরদার (২৮) ও একই গ্রামের মো. আজিজুল মন্ডলের ছেলে মো. সোহাগ ফয়সাল (৩০)।
থানা পুলিশের এজাহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে হতে মাদক কারবারি দুইজনকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।