রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্প ও রাজবাড়ী সদর থানার পুলিশ শনিবার ভোরে যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলো একই গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে সাইদুর রহমান ও মৃত কাশেম মন্ডলের ছেলে সবুজ মন্ডল।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্য ও রাজবাড়ী সদর থানার পুলিশ নয়নদিয়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুর ও সবুজকে আটক করে। পরে তাদের দেখিয়ে দেওয়া বাগানের মধ্যে পাটকাঠির গাদার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এব্যাপারে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।