রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের ভোলাই মাতব্বর পাড়ায় জোর করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ভুক্তভোগী শিরিন আক্তার (৫০) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে মঙ্গলবার একটি মামলা দায়ের করেন। মামলার ১ নং আসামী, উজানচর ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য মো. লিপু মন্ডল (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে , ইউপি সদস্য লিপু মন্ডলসহ অন্যরা শিরিন আক্তারের বাড়ির ভিটের উপর দিয়ে রাস্তা নির্মাণ করে আসছিল। কাজে বাঁধা দিলে আসামীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ে বাদীর ভাগ্নে শামীম মোল্লা (২২) আসামীদের গালিগালাজের প্রতিবাদ করলে আসামীরা তাকে এলোপাথাড়ি মারপিট করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করে ১ নং আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।