রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিবকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলাম প্রতিকার চেয়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট আবেদন করেছেন। অপরদিকে গোয়ালন্দ পৌর ইমাম কমিটির পক্ষ হতে এ ব্যাপারে রবিবার মসজিদ পরিচালনা কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করতে আলটিমেটাম দিয়েছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রবিবার মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের হিসাব সংক্রান্ত বিষয়ে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মজিবর রহমান ওরফে ও তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু তাকে লাঞ্ছিত করেন। গত মাহফিলের আলোচনা সভায় উপস্থিত ১৫/২০ জন মুসুল্লীর সামনে তাকে ভয়ভীতি দেখায়।
এ ব্যাপারে ভুক্তভোগী ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলাম বলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড সংলগ্ন মসজিদে আমি বেশ কয়েক বছর যাবৎ ইমামতি করে আসছি। ইদানিং মসজিদ কমিটির কোষাধক্ষ বিভিন্ন সময় আমাকে লাঞ্ছিত করে আসতেছে।
অভিযুক্ত মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মজিবর রহমান ওরফে (আব্দুল মজিদ) এর মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ বলেন, এব্যাপারে গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী নিজে প্রতিকার চেয়ে আবেদন করেও কোনো সুরাহা পাইনি। এজন্য পৌর ইমাম কমিটির পক্ষ হতে মসজিদ কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে বিষয়টি সমাধান করে কোষাধ্যক্ষ মজিবর রহমানকে তার পদ থেকে অপসারণ করে একজন পরহেজকার ও নেক ব্যক্তিকে নিয়োগ করার জোর দাবি জানাচ্ছি।