রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম চৌধুরী।