রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র(অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ জিল্লুল হাকিম উপস্থিত থেকে খেলাটি উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
বঙ্গমাতা টুর্নামেন্টে রাজবাড়ী পৌরসভা একাদশ ৪-০ গোলে পাংশা উপজেলা একাদশ (বালিকা)কে পরাজিত করে চাম্পিয়ন হয়।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলাটি নিষ্পত্তি হয় টাইব্রেকারে। নির্দিষ্ট সময় পর্যন্ত খেলাটি গোলশূন্য ছিল। টাইব্রেকারে রাজবাড়ী সদর উপজেলা একাদশ ৩-১ গোলে পাংশা উপজেলা একাদশ (বালক)কে পরাজিত করে চাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যা প্রমুখ।
টুর্নামেন্টে বালিকাদের মধ্যে সর্বচ্চো গোলদাতা হয় রাজবাড়ী সদরের সাদিয়া। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সুফিয়া ও ম্যান অফ ফাইনাল হয়েছে পলি।
বালকদের মধ্যে সর্বচ্চো গোলদাতা সদর উপজেলার রিমন, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট লিয়ন ও ম্যান অফ ফাইনাল গোল কিপার বাধন মল্লিক।