রাজবাড়ীর ডিবি পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, শনিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো চুয়াডাঙ্গার জীবননগর থানার লক্ষীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফয়সাল মিয়া ও মোঃ জামাল হোসেনের ছেলে মাসুম রানা।
একই স্থানে অপর অভিযানে তিন কেজি গাঁজাসহ রাহাত আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়িয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
অন্যদিকে পাংশা উপজেলার নাদুরিয়া এলাকা থেকে পাঁচশ পিচ ইয়াবাসহ জিল্লুর রহমান নামে একজনকে আটক করা হয়। সে একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।