৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যঘটিত ও প্রাত্যহিক ব্যবহার সংশ্লিষ্ট অণুজীব ও রাসায়নিকের প্রভাব’ শীর্ষক সেমিনার রোববার অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান। রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।