তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। নৃত্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।