রাজবাড়ী সদর থানার পুলিশ শনিবার সজীব সরদার নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের জিন্নাহ সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সজীব চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়।