রাজবাড়ীতে দুরন্ত সংঘ প্রতিষ্ঠার সাফল্যের ২১ বছর উদযাপন উপলক্ষে মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দূরন্ত সংঘের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল ইসলাম ঠান্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আতিয়ার রহমান। উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও দূরন্ত সংঘের উপদেষ্টা মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. সুলতান আহম্মেদ, সংগঠনটির সাবেক আহ্বায়ক এস এম আব্দুল গাফ্ফার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মো. নাছির উদ্দিন। আলোচনা শেষে চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে মেধাক্রমানুসারে ১ম তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে হাবিব শেখের সঞ্চালনায় ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন সোহেল ভেড়ো ও অন্যান্য অতিথি শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক, লালন-বাউল গান অনুষ্ঠিত হয়।