৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জেলা সংযুক্তি কার্যক্রম উপলক্ষ্যে জেলায় আগত ১৩ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।
এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের কাছে জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রমসহ জেলার আইন-শৃংখলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) শরীফ আল রাজীব পিপিএম-সেবা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার প্রমুখ।