নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ স্লোগানে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে উদযাপিত হয়েছে তিন দিনব্যাপী তারুণ্য মেলা।
গত রোববার মেলার উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা। প্রতিষ্ঠানটির ৪ তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় মিলনায়তন কক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শে নিজেদের তৈরি প্রজেক্ট ও কারুকার্য উপস্থাপন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আয়োজিত তিন দিনের এ মেলাটি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ টি স্টল পরিচালনা করা হয়। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য ক্যাটাগরিগুলো হলো শিল্প ও সংস্কৃতি এবং খাদ্য ও পুষ্টি। এছাড়াও উপস্থাপন করা হয়েছে আইসিটি, ইতিহাস ও ঐতিহ্য এবং উদ্ভাবনী বিকাশ প্রজেক্ট। মেলায় অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহাসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে মেলা উপভোগ করতে উপস্থিত হন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরাও।
মেলার সমাপনী পর্বে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চায়না রানী সাহাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।