রাজবাড়ী জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ অন্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় রাজবাড়ীর পুলিশ সুপার শামীমা পারভীন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম হান্নান, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।