রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাতে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুনার্মেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী কুঠির মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, জিয়া পরিষদের সভাপতি রফিকুদৌলা বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো মিজানুর রহমান মিজান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবুল হোসেন,সাধারণ সম্পাদক মো, সোহেল শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার শফিউল আজম শিবলু। সার্বিক তত্ত্ববধানে ছিলেন ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মাসুকুর রহমান ছোটন ও সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় শেখ পাপ্পু।
ফাইনাল খেলায় বালিয়াকান্দি শেখপাড়া যুব সংঘ বনাম মধ্যপাড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে ৬ রানে মধ্যপাড়া একাদশ বিজয়ী হয়।